স্বাদহীন উপন্যাসের কঙ্কালে
নীহারিকার আভা দেহ হয়ে প্রবেশ করলে
রোদ্দুরের রঙ পাল্টায় , গোলাপী বিকেল
আর তুঁতে রাতের নীল ঘনায়,
কল্প মিল এর প্রবাহে মেদ জমলে
উল্কা বৃষ্টিতে ভরাট হয় চাঁদের গহ্বর,
ভারী হয়ে চাঁদ ঝুলে পড়ে পৃথিবীর আরো নিকটে,
তখন জোৎস্নার তাপে শব্দের ফোস্কা পড়ে ,
আর আমি বইয়ের মলাটে বেদনা উপশমের
ছবি আঁকি,  মহাজাগতিক ঝড়ে চেতনার পৃষ্ঠা
থেকে শব্দ উড়ে যায় , আমি বুকে জড়িয়ে রাখতে
পারিনি বলে সে গ্রন্থের উৎসর্গ এর পাতায় থামে
পৃথিবীর আবর্তন, তখন স্বাদহীন উপন্যাস কঙ্কালের
মেরুদণ্ড বেয়ে শব্দ রেখেছে স্নায়ুর যোগাযোগ !