শুধু ছন্দ মেলাতে পারিনি বলে
লেখা হয়নি অনেক কবিতা,
নিস্তব্দতার ভাষা বুঝতে গিয়ে
প্রথমবার অন্ধকারের নেশা লেগেছিলো
তারপর আলোতে দম বন্ধ হয়ে আসে,
প্রিয় পাখিটা রোজ কাগজফুলের
শব্দ আমার জানলায় রেখে যায় ,
আমিও শব্দ দিয়ে  মালা গাঁথি ।
যে গাছ আমাদের মাঝে  প্রাচীর তুলেছিলো,
তার ছায়ায় আশ্রয় নেবো বলে
দূরে সরে যাওয়া হয়নি আমাদের !
সেই কবেকার পিঠে পিঠ ঠেকে দাড়িয়ে ,
শুধু দ্বন্দ্ব মেটাতে পারিনি বলে
আকাশে মেঘ হারিয়েছে নীলচে নির্বাসনে !