নীরবতার ঝঙ্কারে পুড়ে ছাই হয়ে যাওয়া
বোবা শহর, সে শহরের সবথেকে বড়ো
বিপ্লবের সূচনা হয়েছিল নীরবতা থেকেই,
মানুষ নীরব থাকতে থাকতে একদিন ফুলে
ওঠে নীল সমুদ্রের পেটের মতন করে ,
ঢেউ হয়ে আছড়ে পড়ে সেই আর্তনাদ,
নিভিয়ে দেয় নৈরাজ্যের আগুন,
মৃত্যু থেকেই জন্ম নেয় বিপ্লব,  তাই তার
মৃত্যুভয় নেই, বরং বিলাসিতার আরাম কেদারায়
দুলতে থাকা ভুয়ো দৈনিক সংবাদ পত্র উড়ে যায়
সমাবেত জনগণের আক্রোশে , ঝঞ্ঝাটে;
সমাজের বিশৃঙ্খলতা বাড়ছে,  বিশ্বায়ন বাড়েছে,
এন্ট্রপি বাড়ছে  কারণ সবাই সাম্যাবস্থা চায়,
বাঁচার আকুতি গুলো  ছিটকে পড়ে
এদিক ওদিক কারণ ওরাও বিপ্লব চায় !