তুমি,
কংক্রিটের জঙ্গলে বসে,
সাদা কালো সেই দিনগুলো
কেনো যে  আনো ডেকে ,
আমি, নাহয় উদাসী হয়ে
রইলাম পড়ে মনুমেন্টের শহরে।


তুমি ,
বোকা বাক্সের দিকে তাকিয়ে ,
Ash tray  ভরো  frastu দিয়ে,
দাওনি তবুও হাত গিটারের স্ট্রিং- এ
অথবা আমার শীতল ঠোঁটে
আলতো করে আঙ্গুল ছুয়ে ,
আমিও, সুর ভুলে ফেলি মহীনের গানে ,
গরম চা এ জিভ পুড়িয়ে
খুঁজে বেড়াই তোমার অভিমান
College Street-এর ভিড়ে!!


তুমি,
নাহয় শব্দ খোঁজো
না ফেরার অভিধানে ,
ভেজা দেশলাই জ্বলছে না আর
লোডশেডিং এর রাত্রিরে
আমিও, মোমবাতি জ্বালা রাতে
প্রেম মাখি আলুভাতে
ভুলে যাই চুমুক দিতে
Green Apple juice e !


তুমি,
কংক্রিটের জঙ্গলে বসে
ধ্রুবতারা দেখো
ঝাপসা চশমা বেয়ে ,
আমি রয়ে যাবো যাত্রী হয়ে
এই টানা Rickshaw এর শহরে!!