সেদিন একটি অবৈধ বাদ্যযন্ত্রের সুর
আমার ঘুমের মধ্যে প্রবেশ করতে চেয়েছিলো,
আমি রাত্রিকে বারণ করেছিলাম
এতগুলো তারা নিভিয়ে দিতে,
খুব বেশি আঁধার হলে , স্মৃতিরা জেগে
ওঠে রেডিয়াম আলো হয়ে ,
দু জোড়া চোখ একই স্বপ্ন দেখবে বলে
প্রিয় অসুখের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে,
সেই ঘুমের রক্তাল্পতা ধরা পড়েছিলো
শব্দ শূন্যতায়, তাই উচ্চারিত হতে পারেনি স্বপ্ন গুলো,
তারপর একদিন বন্ধুর অভাব নেমে আসে শহরে,
তার তীব্র ঘ্রাণ আরও গভীর স্বপ্নের পাদদেশ
ছুঁয়ে ফেলেছিলো, আর আমার ঘুমের মধ্যে
প্রবেশাধিকার চেয়েছিলো রাত্রির কাছে ।