আমি অনেক উচুঁতে উঠেছিলাম,
বেশি নয়, এক পাহাড় সমান ,
সেখান থেকে আকাশ ছুঁতে পারিনি
নোনা জলে মন ধুয়ে নিতে পারিনি,
খাদের কিনারায় দাড়িয়ে ঝাঁপ দেওয়ার সাহস পাইনি ।


কতোটা উচ্চতায় উঠলে হাওড়া ব্রিজ দেখতে পাবো,
মেঘেদের কান্না শুনতে পাবো,
নিয়নের জলছবি দেখতে পাবো ?


তুমি আমায় পাহাড়ে উঠতে শিখিয়েছো
নিচের মানুষের হাহাকার শুনতে দাওনি ,
ঝড়ো হাওয়ায় নুয়ে পড়া গাছের লড়াই  শেখাওনি,
বন্ধ কারখানার শ্রমিকের মিছিলে নিয়ে যাওনি ,
জুড়ি গাড়িতে বসে থাকা মেমসাহেব দেখাওনি ,
রাজপথে মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া,
হারানো সেই নিজেকে খুঁজে পেতে
আকাশ হওয়ার মন্ত্র শেখাওনি!