হাত ঘড়ির নিচে নাড়ির স্পন্দন
থামে একদিন, সময় তবুও
মৃত নদীর বুকে আবহমান,
যে লাইন ধরে ট্রাম হেঁটে ছিলো
অতীতের পথ বেয়ে, আজও
যায়নি সে দাগ পথ হতে মুছে  ,
ধান ভরা আঘ্রানের মাঠ  পেরিয়ে
শুধুই শূন্যতা, বরফের রাত
গলে যায় প্রবল জ্যোৎস্নায় ।
অতীতের স্মৃতি গুলো ধুলো
হয়ে লেগে থাকে ছবির ফ্রেমে,
শেষ রাতে জানা গেলো প্রগাঢ়
চুম্বনের স্বাদ নেই - কিন্তু মৃত্যুর স্বাদ আছে !