প্রতিটি বর্ষায় একটু করে শীত জমা হয়
তবুও কুয়াশারা আসতে দেরী করে ,
পাখির ডানায় লুকিয়ে থাকে আকাশের নীল;
বাকি রঙ গুলো রামধনু হয়ে
মিলিয়ে যায় ধূসর ছায়ালোকে,
হাওয়ার উর্মিমালায় দেবদারু নর্তকী হয়ে
প্রকৃতির প্রাণ ভিক্ষা চেয়েছে
উচুঁ ইমারতের দরবারে ,
সব ঋতু সময় পোহায়; নদী - ফুল শুকিয়ে যায়,
কিশোরীর মন জয় করতে না পারা
একটি কবিতা, প্রদীপের অকালে নিভে যাওয়া,
জমা হওয়া শীত ক্ষয়ে যায় শব্দের উষ্ণতায়,
তখন আমার বুকফাটা একটা নদী
সমুদ্রের ফুলে ওঠা পেট দেখে ভয় পায়।