স্তনের ওজন বাড়তে বাড়তে একদিন
দৃশ্যমান ভালোবাসা হয়ে বেরিয়ে আসে
শরীর থেকে , তোমার প্রতিটি পাঁপড়িতে
কাঁচা ফুলের ঘ্রাণ লেগেছিলো তখনও,
রাতের তারা আমায় জ্বলতে দিয়েছিলো
বলেই তোমার কাঁচের জানালায় আমি
চাঁদ হয়ে ঝুলে থাকতে পেরেছিলাম,
অথচ আমার ক্লান্তির গণিতে তোমার
বন্ধনীরা একক হওয়ার মায়া  জমিয়েছিলো,
আর সব উপসংহার দাবি রেখেছিলো
শিরোনামে স্থান পাওয়ার,
আমি প্রতিদিন কবিতা লিখতে পারিনি
বলেই তাদের শিরোনামে স্থান পাওয়া হয়নি।