আবছা আলোর শব্দ,
শব্দ ভাঙ্গে নিঃশব্দে,
শব্দ শোনে নীরবতা।
শব্দ জেগে ওঠে খিদেয়
শব্দ ঘুমোয় রাগে
শব্দ কাঁদে, শব্দ বাঁচে
মায়ের আঁচলে,
একটা রাত্রি শব্দহীন হয়
নীরবতার নগ্ন নির্জন ,
তখন  কারুর কলমে
শোনা যায় শব্দের গর্জন!