পাহাড়ের গায়ে আলোর রাত লেপে
দেওয়া চাঁদের বুড়ি, তুমি কাছে এসে
শিখিয়ে দাও  কিভাবে কবিতা লিখতে হয়,
ঘুম ভেঙে যায় পাহাড়ের নির্জনতা
তোমার কান্নায়,
লজ্জার গায়ে মেঘ ঢাকা দেয় নগ্ন পাহাড়
তোমায় কথা ভেবে গা শির শির ।
আনতে পারিনি কিছুই শুধু দু মুঠো মুহূর্ত
লেন্স বন্দী করে , ফেলে এসেছি বাকি সব
কিছু পাহাড়ের কোলে ,  নিজেকে
খুঁজে পেতে গিয়ে হারিয়ে যাওয়া
সেই নীল নীল আলোর বিচ্ছুরণে।
জানিনা কি ভাবে ব্যক্ত করতে হয়
নিজেকে বলা নিজের কথা গুলো
কবিতার আড়ালে নাকি উপন্যাসের
শিরোনাম , শিখিয়ে দাও আবার
কেমন করে শব্দ সাজাতে হয় ,
যেমন করে সাজিয়ে রাখা আছে
পাহাড়ের গায়ে আলোর রাত !