চালের ভাঁড়ে লাথি মেরে
তোমার ঘরে দিলাম পা,

ভেবেছিলাম লক্ষ্মী হবো
ছোট্ট খোকা ডাকবে মা,

আলতার রং মোছার আগেই
সিঁদুর গেলো মুছে,

শূন্য জরায়ু কাঁদছে কেবল
স্বপ্ন দেখে মিছে !