সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা আস্ত নদী
সরীসৃপের মতো বয়ে চলে আপন খেয়ালে ,
স্রোতে ভেসে যায় সময়, সময়ের সাথে জীবন ,
একটা দমবন্ধ ঘড়ি রোজ দুবেলা সাদা কালো
টিভির পর্দায় রঙ্গিন ছায়াছবির মতো ভেসে ওঠে ,
রানওয়ে দিয়ে ছুটে চলে স্বপ্ন গুলো সুটকেসের
মোড়কে,  আর মেঘেদের সাথে উড়ছে আকাশে।


সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা আস্ত আকাশ
কতবার রঙ পাল্টেছে , কতবার মন ভেঙেছে
প্রেমিকার চামড়া থেকে অন্যকেউ যখন
অভিমান মুছে দিয়েছে , কাঁচের বোতলে উপন্যাস
বন্দী করে তখন নেশায় মেতেছি সারা গায়ে
কবিতা মেখে ,রঙিয়েছি আকাশ নীল রং দিয়ে !


সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত একটা আস্ত শহর
হরেক রঙের আলোয় সেজেছে , মাঝরাতে
লোডশেডিংএ তারাগুলো মুচকি হাসে
অন্ধকারে হারানো শহরের দিকে চেয়ে,
তখন কেউ বাড়ীর ছাদে গীটার নিয়ে
গান বেঁধেছে ভিনদেশী তারার খোঁজে !