সূর্যমুখীর পরাগধানী থেকে এক শিশির সমান
মধু নিয়ে গেছে একটা মৌমাছি,
মৌচাকের কুঠুরি তে মিশে গেছে সে মধু
আরো বহু ফুলের পরাগধানীর তরলে,
পুষ্প স্তবকে সাজানো দুটি আলাদা ফুলের
মিলন হয়েছে মৌচাকে।
দুটি ফুলের এমন প্রণয় মঞ্চে পাহারা দিচ্ছে
সহস্র মৌমাছি,
তোমরা তো কেবল ফুল কিনে মালা গাঁথো,
আর ফেলে দাও শুকিয়ে গেলে,
তোমরা পারোনি মৌমাছির মতন করে
ফুল কে ভালো বাসতে !