যে নদীতে ভাসবো বলে নৌকা সেজেছি,
মাঝি গান গেয়ে দাঁড় বাইছে
রবি ডুব মেরেছে লালাকাশে,
জোনাকির মিটমিটে আলো , নৌকায় হারিকেনের।
শব্দহীন গ্রাম, তারাগুলো ঢাকা পড়েছে মেঘে,
মাঝি মত্ত অভিসারে রাত্রির সাথে,
নৌকা নদীর বুকে !
আকাশের চাঁদ আর নৌকা  বাদে ,
গান, নদীর পাড়, মেঘ ,
কবিতা লেখার কলম,
কবির ভাবনা , প্রেমিকার অভিমান -
যা কিছু সব বেয়ে চলে স্রোতের সাথে,
মোহনার অনুসন্ধানে ।