এ শহরের তারারা, আনকোরা আড্ডারা
রাত জাগা সব বন্ধু, ভোর হলেই দেয় ফাঁকি,
তারাদের শহরে , অকারণ মোচ্ছবে
কে দিয়েছে ফাঁকি, রইবে  হিসাব বাকী!


এ শহরের তারারা , যোগ বিয়োগের অঙ্করা
বইমেলার কোনো বইয়ে,উপসংহার হয়ে
কেনো ডাকছে বারে বারে,
রাতের আলোয় ঢেকে
আসছে চুপিসারে , তারাদের শহরে !


প্রেমিকের বদনাম, ছোঁয়াছুঁয়ি  অবিরাম
কেউ জানলে বলো আমায় তারাদের ছদ্মনাম ,
এ শহরের তারারা প্রেমিকার মতোই ভালো
লোডশেডিং এর রাতে যেনো একমুঠো আলো ,
বাসি অভিমান লেগে ঠোঁটে
কোন কোলাজে যাবে মুছে  - তারাদের শহরে।