ঘুন ধরা  রাত্রি আর আমার নরম অসুখ,
তুতেনখামেনের মতো  আঁকছে কেউ
আমার ছবি এই অলস বিছানায় !
আমার বেসুরো এই জীবনটায়
কার আঙ্গুল ছুঁয়ে যাচ্ছে পুরানো
গীটারের তারগুলো রোজ দুবেলায় !
জ্বরঘ্ন শরীর ভুলেছে সব অভিমান ,
মাঝরাতে জলপট্টি পাল্টেছে যার হাত,
হাতে তার রেখেছি হাত গভীর উষ্ণতায় ।
ঘুন ধরা জীবন আর আমার খামখেয়ালী,
বিদায় নেওয়া প্রয়োজন , তবুও থেকে গেছি,
রোজ এক কাপ চা - এর বাহানায় !