মহীনের বেশ কিছু গান দুই অক্ষরের শব্দ দিয়ে বা দুই syllable এর, শুনেছি বেশ ভালো লেগেছে শব্দ বিন্যাস গুলো , চেষ্টা করেছি লেখার কতোটা পেরেছি জানি না ! তবে চেষ্টা করেছি একটা কিছু লেখার, গান কি কবিতা জানিনা, শুধু কিছু কথা।
____________________________________
"তোর নামে নাম রাখা গান"


- © ফিরদৌস আলি খাঁন


ঘুম হওয়া রাত গুলো স্বপ্নকে চায়
ভোর হলে নুয়ে পড়ে তোর আঙিনায়
এই বুঝি জল পেলো পাখিদের দল ,
দল হারা তারা গুলো যেনো অবিকল ,


মেঘ হওয়া রোদগুলো ভিজতে যে চায়
এই ফাঁকে রামধনু  উকি মেরে চায় ,
তোর দেশে মাথা রেখে শুয়ে পড়ি চল
সেই রাতে ভোর এলে চলে যেতে বল,


শেষ দেখা কাছে আসা অবেলার স্নান
তোর নামে নাম রাখা আধলেখা গান
পথহারা নাবিকেরা শুকতারা খোজে
আধোআলো চেহারাতে চুনখড়ি মাখে


ছোঁয়াছুয়ি লুকোচুরি খেলা অবিরাম
আমি যদি ডান হয় তুই তবে বাম ,
এই ভাবে হাঁটা চলা হতে হাত রেখে
থেমে যাবে রাজপথ তুই পথে এলে !