তুমি পাপী তবু পাপ হয়ে
গিলছো আমায় ছদ্মবেশে,
আমি দৌড়ে পালায় তবুও
ছায়াটা আমায় আঁকড়ে ধরে,
তোমার কোলে মাথা রেখে কাঁদলে
গলে যায় আস্ত হিমালয় ,
তুমি রাগলে বালির শহর
যেনো কুজ্-ঝটিকাময় ,
কথা ছিলো সারা পৃথিবীর সামনে
তোমায় সুধা ভেবে পান করার ,
কিন্তু তুমি পাপ হয়ে ধরা দিলে ,
আমি ক্ষিদে, আমি ক্ষুধার্ত,
এমন ক্ষুধার রাতে পাপ হয়ে
তুমি করেছো নিঃস্ব আমায় ।