দিনের প্রথম  নাবিকের সাথে
কুয়াশায় মায়াজাল ভেদ করে ,
তোমারা কি কেউ স্বপ্ন উড়ে যেতে দেখেছো?
তোমরা কি কেউ মেঘ হয়ে আকাশে ভেসেছো?


রানওয়ে জুড়ে রাখা হাজারো প্রদীপ সারি
আষাঢ়ে বিকেল বৃষ্টি জমা চোখ লাগে ভারী
বাড়ছে তখন আজ আর কালকের ব্যবধান
শহর ছেড়ে গাঙচিল হয়ে উড়ছে বিমান যান!


ভোরের তারার ক্লান্তি মাখা ঘুম ,
ঘুম ভাঙ্গা শহরের চেনা শীতঘুম
ছাদে দাঁড়ানো অ্যান্টেনা- টা রাখছে খোঁজ
বন্দরে আসা যাওয়া বিমানের সংখ্যা রোজ,


তোমারা কি কেউ স্বপ্ন উড়ে যেতে দেখেছো?
তোমরা কি কেউ পাখি হয়ে আকাশে উড়েছো?