গোধূলির মদ পান করে এই শহর
লুটিয়ে পড়েছিলো রাত্রির কোলে,
নিয়ন আলোর চক্রবুহে বন্দী  উৎসব,
তিনদিন ঘরে ফেরেনি যে মেয়ে
নাট্য মঞ্চে সে ত্রিশূল হাতে দাড়িয়েছিলো একাকী,
দর্শকদের আরাম কেদারায় -' ধারাপাত ', 'সহজ পাঠ'
'বর্ন পরিচয়', 'কিশলয়', এরাও সামিল ছিলো,
রঙিন হাসিগুলো ওদের মুখে মানিয়েছে বেশ,
মায়ার মতো পাহারা দিয়েছিলো কয়েকটা
ফুটপাত একটা রাজপথকে ,
সব ফেরিওয়ালারই সেদিন উৎসবের সৌজন্য সংখ্যা
বিলি করেছিলো শহরের সবথেকে দীর্ঘ রাজপথে।