আকাশ যখন উঠল কেঁপে,
গাছেরা সব উঠল নড়ে।


আহা কী যে করি!
আমি কেন এমন সময়
খাতার পাতা ভরি ?


আকাশ যেন যাচ্ছে চিরে,
পাখপাখালি ফিরছে নীড়ে !


আহা কী যে করি!
আমি কেন হতাশ মনে
অজানা নাও ধরি ?


আধার যেন আসছে ধেয়ে,
উড়ছে ধুলোবালি !


বৃষ্টি পড়ে ধুয়ে যাবে,
টিনের চালার কালি ।


আশায় বুকটা ভরি,
আমি কেন মানুষ হয়ে
এত্ত আশা করি!


আধার কবে যাবে চলে,
থাকবে না আর ধুলো,
দাউ দাউ দাউ উঠবে জ্বলে
রান্না ঘরের চুলো !


খিদের জ্বালায় মরি,
তবুও আমার বুকের ভেতর
অনেক স্বপ্ন গড়ি ।