শরতের এই বিকেল বেলায়
     রিমঝিম বৃষ্টির শীতল অনুভূতি,
  ওরে আমি বৃষ্টি গুনতে চাই!


টিপ টিপ ঝরছে বৃষ্টি
     অপরূপ তার ছন্দ,
  ওরে আমি নৃত্য করতে চাই।


আজ দুলছে গাছ,
     দুলছে গাছের সব পাতা,
  আমি দোলনায় দুলতে চাই!


আজ ভিজে গেছে শাড়ি
     আমি তো লাজুক নারী,
  ওরে আমি আঁচল উড়াতে চাই!


বৃষ্টির তালে দুলে দুলে ভিজছে সব ফুল,
     ভিজে গেছে তাদের সোনালী পাপড়ি,
     ওরে কেউ ফুল এনে দে
  আমি খোপায় গুজতে চাই!