ও চাঁদ ও চাঁদ কোথায় তোমার ঠিকানা
আজকে রাতে চাঁদ মুখটি কি দেখতে পাবনা!
ভাঙা ঘরে এখন তোমার শুধুই আলো পড়ে
প্রিয়া আমার আসবে ঘরে হয়তো দু'দিন পরে।
সেই প্রিয়ারে দেখে তুমি লজ্জা পেওনা
আজকে রাতে চাঁদ মুখটি কি দেখতে পাবনা।
তোমার বুকে বসত করে আমারই প্রিয়ার রূপ
প্রিয়া পাশে থাকলে আমি পাই যে বড় সুখ।
আমার চোখে প্রিয়ার রূপের নাই যে তুলনা
আজকে রাতে চাঁদ মুখটি কি দেখতে পাবনা।