চন্দ্রমুখী:
তুমি আর খুঁজিওনা দেবদাসেরে
এখন সে মরণ পথের যাত্রী হইয়াছে।
তোমার ভালোবাসার ছুঁয়া লইয়া চলিয়া গিয়াছে
পার্বতীর দুয়াের।
গাড়িয়াল পৌছাইয়াছে জমিদার মহলে
মরনাপণ্য যাত্রী নিয়া প্রভাত কাননে।
মরণ তাহাকে লইয়া যাইবে সবার আরালে
তবুও সে পড়ে আছে পার্বতী দেখার আসে।
পার্বতী কি আসিতে পারিয়াছে দেবদাসের কাছে?
নাকি!
তোমার মত ভালোবাসা নিয়া মরিতেছে ধুকে ধুকে।