চতুর শিয়াল

গাধার দলের খায়েশ জাগলো হইতে বনের রাজা,
শিয়ালকে তাই উপদেষ্টা বানাইল ধরিতে বনের উঝা।

শিয়াল এসে মিটিং করিল, সিটিং এলাউন্স নিল একটু বেশি,
গাধার দলে চাদা তুলে, শিয়ালকে করিল খুশি।

শিয়াল বলে জয় হউক গাধার, ক্ষয় হউক রাজার,
নতুন প্রজেক্ট আরো দরকার।

রাজা শুনিয়া রাগিল ভীষণ,  গাধার দলে চাই সিংহাসন !!
শিয়াল রাজার রাগ দেখিয়া, জ্বী হুজুর বলিয়া শপিল মন।

গাধা শিয়ালের চাতুরী দেখিয়া, রাজা হওয়ার খায়েশ গেলো মিটিয়া।