সে দিন তুমি বলেছিলে
                      মাতলামি ছেড়ে দিতে
বলেছিলে, মাতলামি ভুলে গেলে, আমায় ভালবাসবে,
                      জীবনটা যদি তোমার মতে
                     সুন্দর করে সাজাতে পারি
তবে সত্যই, এক রাশ ভালবাসা নিয়ে, আমাতে ছুটে আসবে?


                   সূর্য্যের জলে স্নান করে
                  বলেছিলে একটা সূর্যমূখী চাও
বলেছিলে , নীলিমার নীল ছুঁয়ে , একমুঠো নীল এনে দিতে,
                   বসন্তের ঊষ্ণ আবেশ চাও
                  চাও শিমুলের রক্তাক্ত লাল
এত কিছুর আয়োজন , সবি তোমার ভালবাসা পেতে।


                    শীতের সাথে যুদ্ধ করে
             চেয়েছিলে লক্ষ্য ফোঁটা শিশির কোণা
কোটি তারার মাঝে, চেয়েছিলে একটা সুখ তারা,
                  চাঁদের বুক থেকে
                ছিঁনিয়ে নিতে বলেছিলে
নির্ঝড়া চাঁদের, এক মুঠো সুখের জোসনা ধারা।


               কন-কনে শীতের সকালে
               চেয়েছিলে মিষ্টি রোদের  উষ্ণতা
জুঁই, চামেলি, শেফালি, চেয়েছিলে প্রজাপতির ডানা,
                জীবনের সাথে যুদ্ধ করে
              এনে দিয়েছি তোমার পূর্ণতা
কেবল তুমিই কথা রাখনি, ভালবাসনি , হয়নি মনের লেনা-দেনা ।