পতিতা
                        -কাশফুল


                ঘরের আলো নিভিয়ে
     অন্ধকারকে-আরো অন্ধকার করে-
বিছানায় চেনা-অচেনা পুরুষের বুকের উপর,
            সাপের মত ফোণা তুলে-
            নাচা-নাচি করো, অবিরাম
তুমি বাধ্য, নয়তো সকাল হলেই উপোস তোমার গতর ।


                চোখের কোণের জল
                 চোখের কাজল করে
ক্লান্ত দেহেও , শক্তি যোগিয়ে, যুদ্ধ করে যাও,
                কাক শকুনীর মত  
               সবে ছিঁড়ে-ছিঁড়ে খায়
তোমার রূপ, যৌবন, স্বাধ, দেহের প্রতিটি অধ্যায়।


                চিবরে-চিবরে খায় তোমায়
                 তবুও তুমি বাক রুদ্ধ
নিরার্থক জীবনে তুমি, অসহায়ের মত, নিজেকে বিলাও,
               তুমি পয়সা হাতিয়েছো,
                   নিজের ইচ্ছে মত,
তাইতো নির্বাক হয়ে , খেলনা পুতুল হয়ে রও ।


               যে- যেমন ভাবে পায়
              তোমায় নিয়ে খেলা করে,
কখনো- কখনো নিজেকেও আনন্দময়ী করো ভারি,
                তবুও এ যে ব্যভিচার,
                 এ যে চরম অন্যায়,
তুমি পতিতা, ভোগ-বিলাসী, তুমিই সেই নারী।