সরলতার প্রতিমা দেখেছ তুমি ;
দেখেছ প্রবাহিত হতে অনাবিল হিম স্রোত।
দুকূল ছাপানো ঢেউ দেখেছ ;
ভেবেছ নদীটা বড্ড নির্বোধ?
জোৎস্নার সৌন্দর্য দেখেছ তুমি ;
দেখেছ ভারী বর্ষায় বৃষ্টির ক্রোধ।
পূর্ণিমার পরে অমাবস্যা দেখেছ তুমি ;
ভেবেছ আকাশটাও বুঝি নির্বোধ?
এবার দেখ তপ্ত হচ্ছে ধরার বুক ;
বদলে যাচ্ছে সময়ের রূপরেখা,
আবর্তিত মনের কাছে হারে না যারা ;
ঘৃণাটা এভাবেই উগলে দেয় তারা