বয়স তখন কুড়ি,
কুড়ায়ে কতক ভালবাসার নুড়ি,
তৈরি হয় অপ্রত্যাশিত সুখের ভিত,
ভাবেনি কার হবে হার-কার জিত|
এইতো সেদিন গড়ালো একুশ,
তখনও আসেনিকো হুশ|
এই বুঝি ভালবাসা,
হবে নাকো সর্বনাশা!
একুশ গড়িয়ে বাইশ চলছে,
অপার সম্ভাবনায় তরী দুলছে|
একই অক্সিজেন দুজনই নিচ্ছে,
একই থালায় দুজনই খাচ্ছে|
তেইশটা ছিল  তীব্র অতি,
করে গেল কিছু ক্ষতি|
ঝিলের শাপলা এখন নায়,
দীর্ঘ অপেক্ষায় আবার পায়|
চব্বিশ এলো চব্বিশ এলো,
কষ্টের সময় বুঝি ফুরালো|
আবার এগিয়ে চলা,
বদলে নিলো দুজনের মালা|
পঁচিশ পঁচিশ ও পঁচিশ,
শুরু হলো অর্ডার চাল,ডাল,নুন,ইলিশ|
পেরিয়ে গেল সুখময় ৩৬৫ দিন,
জানলোনা কোনো মানুষ, পরী, জ্বিন|
আজ ছাব্বিশ তার,
বিদায় হয়েছে নীলিমার|
আজ নীলিমার কুড়ি,
কোথায় সেই ভালবাসার নুড়ি?
করে আকাশকে নিঃসঙ্গ,
নীলিমা হয়তো খেলেনি রঙ্গ|
পরিবার নীলিমাকে দেয়নি ছাড়,
তাই বধুয়ার দৃষ্টি আজ অসাড়........