ফেরা হয়না৷
সেই যে বিদায় জানালাম তোমায় বাসস্টপে৷
সেই যে শুনেছি তোমায়, মাস কয়েক আগে৷
রুদ্ধদ্বারে জিম্মি তুমি?
নাকি ভুলেই গেছ আমায়?
খুব কষ্ট হয়-
যখন ঘুম ভেঙ্গে দেখি তুমি নেই,
খুব কষ্ট হয় -
যখন দেখি আমার চায়ের কাপে কেউ চুমুক দেয়না ভোরে৷
খুব কষ্ট হয়-
যখন সন্ধ্যায় দেখি আমার ঘরের প্রদীপ জ্বলেনা!
স্বাধীনতা দিয়ে গেছ আমায়?
অনেক রাতে বাসায় ফেরা নিয়ে কোনো কৈফিয়ত নেই আজ৷
সিগারেটের ধোঁয়ায় আজ আমার ঘর ভরে যায়,
বকুনি দেওয়ার তুমি নেই৷
নির্ঘুম রাত আমার কেটে যায়,
"ঘুমাতে যাও" বলোনাকো তুমি৷
না খেয়ে আর কতো?
কেন বলোনা " খেতে আসো তুমি"৷
ফিরে এসো তুমি৷
ফিরে এসো টুকটুকি৷
(চলমান)