নেমে এসো হে ঈশ্বর! নেমে এসো মনের শীতলে !
চুর্ণ করো, পূর্ণ করো, দংশন করো প্রেমের শরীলে।


পান করো, মাতাল করো, উত্তাল করো নদী,
দান করো,স্নান করো, ভালোবাসো তারে যদি।


আরোহী হয়ে নাচো ঘোড়ার পিঠে, করো বেদম প্রহার,
উনুনে উত্তাপে উতলে পড়ো না যেন !করো শিৎকার।


নারীর কোমল হৃদয় ছুঁয়ে যে পথ গেছে স্বর্গপানে,
এমন ক’জন  আছে মণি-মুক্তা’র সন্ধান জানে?


নেমে এসো হে ঈশ্বর! নেমে এসো মনের শীতলে !
চুর্ণ করো, পূর্ণ করো, দংশন করো প্রেমের শরীলে।