সাতটি রঙের রং ধনুটা রাঙিয়ে তোমায় যায়
ঐ রঙেতে মন যে তোমার হারিয়ে যেতে চায়
সাগর তীরের জলকেলীতে রঙ গিয়েছে মিশে
আজও সে’ই রঙের ছোঁয়া স্মৃতির কোণে ভাসে ।


বুঝি,এমন একটা রঙের ধনু চাই যে তোমার চাই
ভাবছি বসে হাতের নাগাল কেমন করে পাই
মেঘলা রোদে মেঘের ভেলায় যায় সে মিলিয়ে
কেমন করে সেই ‘রঙের মেলা’ আনবো ফিরিয়ে।


একটি ধনু দিয়ে তোমার কী বা এমন হবে
হৃদয়ে রাখা হাজার ধনু রাঙিয়ে তোমায় দিবে
ফুলের সুবাস আবেশ ছড়ায় , রঙে দোলায় মন
তোমায় খুশি রাখতে আমি ধরবো জীবন-পণ।


এই হৃদয়ে রাখা আছে মস্ত নীলাকাশ
নিত্য-নতুন রঙের ভেলা করে বসবাস
হঠাৎ করে হারিয়ে গেলে আসবো না আর ফিরে
তখন না হয় খুঁজো আমায় হাজার তারার ভীড়ে।