মৃত্যুর কোনো অসময় নেই
আসে যথা সময়ে
ভুল করে সবাই বলি-
     ‘চলে গেলো অসময়ে’।


মনে জাগে ভয়,কি যে হয়
চলে গেলে কবরে
রাজা-মহারাজা যা’ই হই
পড়ে রবো ঐ আধাঁরে ।


মুখরিত দিনগুলো আমার
ফিরে আর আসবে না
মাটির ঘরই হবে শেষ ঠিকানা
আর স্যাঁত-স্যাঁতে বিছানা ।


ভুলো মন, ভুলে যাবে সবে একদিন
আমিও মিশে যাবো ধূলায়
ভালো কর্ম শুধু থেকে যাবে আমার
আর বেঁচে রবো তোমাদের মায়ায় ।