তৈলাক্ত খাবারটাও দিয়েছি কমিয়ে মেন্যুতে
অতিথি দিয়েছি কমিয়ে পার্টির ভেন্যুতে
জীবনে কত কিছুই তো পারছি কমাতে
শুধু বয়সটাই কেবল পারছি না রুখতে।


আজ আর দেই না তো ভুড়িটাও বাড়তে
ধূসর চুলগুলোও পারছি কালোতে রাঙাতে
গিন্নিকেও বলেছি খরচটাতে লাগাম দিতে
শুধু বয়সটাই কেবল পারছি না রুখতে।


বয়স বাড়লেই কি মন, হয়ে যায় বাধঁনহারা
তাই কি তারুণ্য, এই মনকে করছে তাড়া ?
বয়সটা যত বাড়ে ততই যেন হই রঙীন
আরও রঙিন হতে যে চাই দিন প্রতিদিন ।


বিদগ্ধ মনটা আজও তারুণ্যে ভরপুর
নীরবে ছুঁয়ে যায় তারে সোনালী রদ্দুর
নানান ঝামেলাতেও আছি সুখেতে
শুধু বয়সটাই কেবল পারছি না রুখতে।