পৃথিবীর কাছে যা কিছু চেয়েছো
কখনো কি পেয়েছো সব কিছু তুমি
মানুষের কাছে চেয়েও কিছু পাবে না
সে তো এক জীবন্ত মরুভূমি ।
 
এই পৃথিবীতে এতো কিছু দেখো
সবই তো মরীচিকার মতো
যত কাছে যাও হারাবে তত
অজান্তেই বুকে বাড়ে আরো ক্ষত।
 
একটু সুখের আশায় ছুটছো দিকবিদিক
আজও বুঝি ঘুরো দ্বারে দ্বারে
সব ঝেড়ে ফেলে অবনত শিরে
মোনাজাত ধরো ঐ মালিকের দরবারে ।
 
যদি বিশ্বাসী তুমি হও, তবে চাইতেই থাকো
অবশ্যই পাবে ফল, সন্দেহ নেই তাতে
মন-প্রাণ দিয়ে যা কিছু কেউ চেয়েছে
আজ অবদি কেউতো ফিরেনি খালি হাতে ।