কেনো এমন হয় ? যা হারিয়ে যায় -
তার’ই জন্য মন বিচলিত হয়
যা পাবার নয় , তবে কেনো ছুটে চলা
মরীচিকার পানে , যার টানে প্রাণ ক্ষয়ে যায় ।


এখনো দিনের শেষে রাত আসে ফিরে
এখনো অনেক পথ পেরিয়ে পাখি ফিরে নীড়ে
শুধু আমারই স্বপ্ন গুলো রংধনু হয়ে
নীল আকাশের নীলে যায় মিলিয়ে ।


হিসেবের খাতা মেলে দেখি -
না পাওয়ার তালিকা হতে
প্রাপ্তির তালিকাই বেশি হবে,
তবুও অশান্ত মন অশান্তই রয়ে যায় অনুভবে ।