সময়টা ভালো না রে, খুব একটা ভালো না
তোরা খাস বিরিয়ানি , এর সাথে বোরহানি
তাও ভাল তোরা আবার মানুষটা খাস না
কেউ তো খায় জমা জমি,কেউ বা দেশ খানি ।


মজলুমের ঘাড়ে চড়ে, যত সব বুভুক্ষেরা
বে-হিসেবী খানা খেয়ে, হচ্ছে সব ভুড়িওয়ালা
মাঝে পড়ে নিরীহদের জীবনটা’ই ঝ্বালাপালা
বে-হিসেবের আসল হিসেব, নিবেন ঐ উপরওয়ালা ।


খেতে গিয়ে এরই মাঝে ইউক্রেন , রাশিয়া
নিজেরাও শেষ হলো , বাকিরাও গেলো ফাসিয়া
খাওয়া খাওইর এই খেলায়,ছোট দেশ যায় ভাসিয়া
এই দেখে শয়তানও, উঠে কেবল হাসিয়া ।


বাহু বলে যারা চলে তারা’ই বুঝি আরামে
নিরীহ জনগনের জীবনের আয়ু কমে
এই যুগে মানবতা কিনতে হয় চড়া দামে
হারামের চক্করে মুমিনের কপাল ঘামে ।