বছর ঘুরে আমার বাংলার নতুন বৈশাখ এলো ফিরে
নব উদ্যমে নতুন আশা জাগে এই বাংলাকে ঘিরে
ফেলে আসা দিনগুলো ভেবে, মনেতে আনে নতুনের ঢং
এমনি করেই, সব রাঙিয়ে দিক ঐ লাল সবুজের রঙ।


নতুন করে নতুন বর্ষে রঙিন স্বপ্ন দেখার আকুলতায়
বারেবারে এই দ্বগ্ধ মন আমার আনন্দে দোল খায়
এসো এই বাংলার আকাশের নীচে, মুক্ত বাতাসের সুবাসে
আবার সকলে উঠবো হেসে, এই নব বর্ষে, নব উল্লাসে ।


বুকের জমানো যত জ্বরা-জীর্ণতা, থাক পড়ে থাক!
শুনতে কি পাও তুমি,— বাংলার সেই বৈশাখের ডাক।
নতুন সকালের মতন জেগে উঠো আবার নব উদ্যমে
নতুন শপথে, সুখী মনে বেঁচে থাকার নতুন সংগ্রামে ।


বৈশাখের মাতাল সুবাস পাই শুধু গ্রাম বাংলাতে
কৃষকের হাসি রাখালের বাঁশি ফের বাঁজে ঐ দিগন্তে
আবার নতুন করে জীবনের সময় গুলো এগিয়ে যাক
এমনি করেই আনন্দে মাতুক গ্রাম বাংলার বৈশাখ ।