প্রতিটি দিন আসে রাত্রি পেরিয়ে যায়
ভয়ে ভয়ে থাকি কখন যে ডাক এসে যায়
পাড়ি দিতে হবে একাকী দীর্ঘ পথ
জানি না ঐ পথ হবে কতটা নিরাপদ ।


প্রভু তোমাকে মানি তোমারই ইবাদাত করি
নবীকে ভালোবাসি, আমি তাঁরই অনুসারী
রিপুর প্ররোচনায় আর নাফসের তাড়নায়
চলে যাই দূরে যেদিকে মন চায় ।


বেলা শেষে হিসেবের খাতা খুলে
চেয়ে দেখি চলেছি ভুলে শুধুই ভুলে
আমি তো মানুষ; ভুল করি পদে পদে
প্রভু তুমি ফিরাও আমায় যদি চলি বি-পথে ।