আমার লেখনির সেই বনলতা তুমি
আমার প্রেমের তুমি যেন আকূলতা
জোঁনাকির গুঞ্জনে ব্যস্ত আলাপনে
কেটে যায় আধাঁরের যত নীরবতা ॥


সাগরের ঢেউের মতন বাধঁনহারা প্রেম
দখিনা বাতাসের টানে মন দোলায়
তোমার স্মরণে সুখ স্মৃতি পড়ে মনে
আজও দোলা দেয় বেলা অবেলায়॥


অলস জোছনায় মাঝে জানি চেয়ে থাকো
হয়তো তুমি আকাশের পানে খোঁজ তারা
ফেলে আসা সেই সুখ-স্মৃতি ভেবে বুঝি
উদাসী মন তোমার হতে চায় বাধন-হারা ॥


ভয় নেই, অনুযোগ নেই আজ কোন কিছুতেই
তোমার আকাশে সেই সুখ-তারা আজও আছে
পরিচিত দিনের মতন কোন একদিন খুঁজে নিও
ইশারাতে বা হাত বাড়ালেই পেয়ে যাবে কাছে ॥