নামেই শুধু হয়েছে সে মহারাণী
কাগজে কলমে পাবলিকের চাকরাণী
থাক না গায়ে যত দামি বেশভূসা
মনের ভেতরে যার বাস করে রক্তচোষা ।


আমাদের বউেরা হলো বউ-রাণী
ভদ্র বংশ হতে সে যে আমদানি
সংসার নামক প্রাসাদে করে বসবাস
আরামেই থাকে সেথায় বারোমাস ।


আপিস আদালতে তার নাই ব্যস্ততা
নিজ প্রাসাদে তার একক ক্ষমতা
ইসলামও দিয়েছে তারে মান মর্যাদা
(আহারে! তবে-)
স্ত্রীর কাছে অনেক বুদ্ধিজীবীও বাঁধা।


বৃটেনের রাণী নামেই শুধু রাণী
কতটুকু সুখী জীবন, তা আমরা জানি
চার দেয়ালে কেঁদে মরে তার হৃদয় খানি
স্বাধীনতা ভোগ করে আমাদের’ই বউরাণী।