বন্ধুদের সাথে ব্যবধান আজ সাত-সমুদ্দুর
মনে পড়ে খুব যদিও অনেকেই থাকি বহুদূর
জীবন সংগ্রামে সকলেই যেন আজ যাযাবর
ব্যস্ততায় দিন কেটে যায়, নাই যে অবসর ।


বড় হতে ইচ্ছে করে না আর, মন ছুটে শৈশবে
কত হাসা-হাসি গল্পে কেটেছে দিন কলরবে
মনে মনে টান ,ভালো লাগা ছিলো অনুভবে
ভাবি! সেই দিন গুলো আসবে আবার কবে ?


রঙিন দিন গুলো আজ শুধুই স্মৃতিতে ভাসে
হাসি-খুশি মুখগুলো আর হাসে না উল্লাসে
মন ছুটে যায় ,তবুও হয়না দেখা বারো-মাসে
আবেগ গুলোও আজ হয়ে গেছে ফ্যাকাসে ।


হারানো সুখ-স্মৃতি গুলো আসুক বা না আসুক
বন্ধু মোরা রবো চিরদিন যে যতই দূরে থাকুক
প্রাণের মাঝেই থাক সেই চির-চেনা যত মুখ
এই জীবন সংগ্রামে বন্ধুত্বেরই জয় হোক ।