বন্ধু তোমার রইলো দাওয়াত
আমার গ্রামের বাড়ি
তোমার সাথে আমিও দিবো
সাতটি সাগর পাড়ি ।


আমার গাঁয়ের সেই মেঠো পথ
আজও জানি আছে
সকাল হলেই পাখ পাখালী
গাছের শাঁখে নাচে ।


পুকুর ভরা মাছ যে আছে
আছে ফলের বাগান
নারকেলেরও সারি আছে
পাবে, আম -কাঁঠালের ঘ্রাণ ।


আমার বাড়ি আইসো তুমি
অনেক সময় নিয়ে
গ্রাম হতে গ্রাম ঘুরবো শুধু
বাঁধনহারা হয়ে ।


মাঠের মানুষ আর মাটির মানুষ
মিলবো সবার সাথে
ক্লান্ত হয়ে কুপির আলোয়
ঘুমিয়ে যাবো রাতে ।


হাসা হাসি করবো সেথায়
গল্প মুখর জোঁনাক রাতি
মেঘলা দিনে বাঁশ-বাগানে
করবো চড়ঁই-ভাতি।


সকাল হলেই মন ভরবে
বিন্নি ধানের পিঠার সুবাসে
এমন সুখের মনকাড়া স্বাদ
পাবে কি তুমি, ব্যস্ত প্রবাসে ।


ছবির মতন গ্রামটি আমার
আজও নয়ন কাঁড়ে
আমিই শুধু জীর্ণ হচ্ছি
বয়সেরই ভারে ।


সময় থাকতে গ্রামে চলো
বৈশাখ জ্যৈষ্ঠ কিনবা মাঘে
প্রাণের ছোঁয়া দাও দিয়ে যাও
বুড়িয়ে যাবার আগে ।