এখনও রাতের শেষে সোনালী সূর্য উঠে
এখনও ঘুম ভাঙ্গে ভোরের পাখিদের ডাকে
এখনও মেঘেরা ভেসে যায় ঐ নীলিমায়
শুধু আমিই থাকি না আগের ঠিকানায় ।


এখনও দূরের কাঁশবন দুলে যায় হাওয়ায়
এখনও সময় এগিয়ে যায় নতুনের তাড়নায়
এখনও স্মৃতি গুলো পুরতান হয় জীর্ণতায়
শুধু আমিই থাকি না আগের ঠিকানায় ।


আজও লেখা গুলো আছে পুরাতন খাতায়
আজও স্মৃতি গুলো ভাসে খেয়ালী ভাবনায়
আজও বুঝি আমায় আঁকো তোমার আল্পনায়
শুধু আমায় পাবে না খুঁজে আর ঐ ঠিকানায় ।


আজও সন্ধ্যা হয়, দূরের পাখিরা ফিরে নীড়ে
আজও ক্লান্ত-শ্রান্ত পথিকেরা আসে ফিরে ঘরে
আজও জোছনা চাঁদোয়া বিছায় ঐ যে প্রান্তরে
আমাকে চাও ? তবে খুঁজে পাবে আজ তোমারই অন্তরে ।