আমার সাজানো পুরনো বাগানে
আজও ফুল ফোঁটে সুবাস ছড়ায়
প্রজাপতিরা ডানা মেলে যায়
পাখির কলতানে মুখরিত হয়।


তুমি চাইলে ভ্রমর হয়ে আসতে পারো
সুখের সুবাস নিয়ে যেতে দেবো,
তুমি চাইলে মৃদুমন্থর বাতাসের
খানিকটা ছোঁয়া নিয়ে যেতে পারো ।


এখানে আজও তুমি পাবে - পাখির কলতান
ফুলের সুবাস আর দখিনা বাতাস
স্নিগ্ধ বাতাসের মৃদু ছন্দে প্রাণ তোমার
খানিক চঞ্চল করে দিবে ।


আমার আকাশে আজও পূর্ণিমা আসে
অমাবস্যায় জোনাঁকিরা ভাসে
ভোরের আলো ফোঁটে স্নিগ্ধতার আবেশে
যদি তুমি আসতে চাও, আসতে পারো
নির্ভরতা খুঁজে পাবে প্রতিটি নিঃশ্বাসে ।


এখনও এই প্রাঙ্গনে জোছনারা আসে
আজও তারার মেলা বসে এখানে
তুমি আসতে পারো জোছনা-রাতে
হৃদয়ের চিলেকোঠায় জোছনার
চাঁদোয়া বিছিয়ে দিবো যত্ন করে
হাজারো তারার মেলায় হারাবে আবার ।


বসন্তের কোকিল আজও আসে এখানে
তুমি চাইলে আসতে পারো এই আঙ্গিনায়,
মেঠো পথ পরিয়ে নিয়ে যাবো তোমায়
ঐ দূর পাহাড়ে, যেখানে সূর্যটা ডুবে যায় ।


চলে এসো এই মায়া ঘেরা বাগিচাতে
একটিবারের জন্য হলেও ,
ভোরের সূর্যের আলোয় রাঙিয়ে যাও
একটিবারে জন্য হলেও ।


আমার বাগান থেকে সুখের মৌ নিতে পারো
তুমি চাইলে দিতে পারি আরও  
না’ইবা যদি পারো, তবে আমার সুখের পেয়ালায়
অন্তত: একফোঁঁটা দূ:খ ঢেলে দিতে তো পারো !