এই ধরণীর শ্রেষ্ঠ ছিলেন নবী রাসুলেরা
সব কিছুতেই তারা ছিলেন সবার চেয়ে সেরা
জ্ঞানী-তাপস মিষ্টভাষী, ঈমানী নূরে ভরা
তারাই ছিলেন পথভ্রষ্টদের আলোর ফোয়ারা ।


বিপদের পর বিপদে যখন ভেঙ্গে যায় সবের মনোবল
শত বাঁধাতেও নবীরা আমার, হন নি তো দূর্বল
উম্মত হয়ে তাদের শিক্ষাই আমাদের সম্বল
নবীদের পথে চল্লেই দেখো ঈমান হবে সবল ।


আলোর দিশারী হয়ে এসেছিলেন তারা ধরণীতে
সত্য প্রতিষ্ঠার দৃঢ়তা বইয়েছিলো তাদের ধমনীতে

শত ঝড়ঝঞ্ঝাতেও সফল ছিলেন সকল পরীক্ষাতে
জ্ঞানগর্ব উপদেশ গুলো তাদের রয়েছে অমর বাণীতে।