আকাশের তারার মতন আমাদের মাঝে ছিলে
সুখে দূঃখে সবাই পাশাপাশি ছিলেম মনের মিলে
ছায়ার মতন একে অপরে রেখেছিলেম আগলে
তেমনি অটুট বন্ধনেই জড়িয়ে থাকবো সকলে ।


জীবনের টানে যেথা’ই যাও তুমি, যাও যত দূরে
বন্ধুর জন্য বন্ধুর ভালবাসা রবে, গভীর অন্তরে
ফেলে আসা দিনগুলো জানি আর আসবে না ফিরে
সেই স্মৃতিগুলো’ই তবে লিখা হয়ে থাক স্বর্ণাক্ষরে ।


কত যে আনন্দ-মুখর দিন কত যে ছিলো রঙীন
ঐ প্রাণের হাসি আর আনবে না চঞ্চলতা বহুদিন
আমাদের আড্ডাগুলো তবুও চলবে, শুধু তুমিহীন
আজও শোধিতে পারবো না মোরা তোমার যত ঋণ।


ভিন দেশের সুযোগ সুবিধার যত কথাই বলো

জীবন-যাত্রার মান তাদের হোক না যতই জমকালো 

ক্ষণিকের এই প্রাচুর্যের চেয়ে আখিরাতই ভালো

দোজাহানে সবচেয়ে দামী হলো ঈমানের আলো।


তোমারই কাছে লোভী নাফসের হয়েছে পরাজয়
খুব সহজেই গুড়িয়ে দিয়েছো ঐ প্রাচুর্য্যের বলয়
তাই তোমারে দেখে আজ আমার বড় হিংসে হয়
তোমারই পদতলে এই দুনিয়ার মোহ পড়ে রয়।


যদিও বন্ধু বিচ্ছেদে ব্যথাতুর হয়েছে এ হৃদয়
তবুও আজ আর বিদায়ের কোনো কথা নয়
তুমি’ই দিয়েছো বীরের পরিচয় তোমার হোক জয়
সব বাঁধা দূর হয়ে যাক, দোয়া করি সব সময়।