বাবার সে’ই স্মৃতিগুলো আজও মনে পড়ে

বটবৃক্ষের মতন ছায়া দিতেন মাথার 'পরে

সিংহের মতন ভালোবাসা ছিল যার অন্তরে

পরিবারের জন্যে বিলিয়ে দিতেন সব অকাতরে ।



রোদ-ঝড়-বৃষ্টি, যতই বাঁধা আসে আসুক
বাবাই রাখেন বুকের মাঝে আগলিয়ে

এই পৃথিবীকে সবার বড্ড চেনা হয়ে যায়

প্রিয় বাবা'টি যখন তাদের যায় হারিয়ে ।




বাবার ব্যস্ততা যেনো শুধুই পরিবার ঘিরে

নিজের সময়ের প্রতি চান না কখনো ফিরে

হাসি মুখে সব আবদার তার কাছে কবুল সাদরে

বাবা'ই হয়ে যান পাহাড়-সম, শত ঝঞ্ঝার ভীড়ে ।


আদেশ-উপদেশ গুলো এখনও স্মৃতিতে ভাসে

কতকিছু যে বলেছিলেন অনেক ভালোবেসে

আজও সে’ই উপদেশ গুলো জীবনের কাজে আসে
বাণীচিরন্তণী হয়ে আজও গেঁথে আছে মনের ক্যানভাসে ।