দিন যায় ব্যস্ততায়, রাতটাও চলে যায়
খুব ভোরে উঠে যাই অফিসের ঠেলায়
সময়টাও ঠিক থাকে মিটিং এর মেলায়
শুধু যত অলসতা নামাজের বেলায় !


পরিবার পরিজনের দায়িত্ব তো নিতে হয়
জানি না তো কী ভাবে কেটে যায় সব সময়
টাইম মত সব কাজ আমার তো হয়ে যায়
শুধু যত অভিযোগ নামাজের বেলায় !


সামাজিক যত জট আমার হাতে খুলে যায়
মাঝে-সাজে অতি কাজে রাত্র পেরিয়ে যায়
কাজ পাগল বলে সবে আমাকে ক্ষ্যাপায়
আমি শুধু উদাসীন নামাজের বেলায় ।


মোটা যত বই আছে দ্রুত পড়া হয়ে যায়
জ্ঞানী-গুণী হয়ে যাই দুনিয়াবী আড্ডায়
বড় বড় ডিগ্রী আমার পিছে রয়ে যায়
নামাজের বেলাতে আমি শুধু অসহায় ।


ভাবি মনে -
' যত ভয় তত নয় , আল্লাহ তো মহান
নামাজটা ছুটলেও;কমে না তো তাঁর শান
দূর্বল ঈমানে আজও আমি বলীয়ান
চেষ্টা তো করি আমি দিয়ে মন-প্রাণ ' ।


--‘মোল্লারা শুধু শুধু ভয় দেয় মনে
লম্বা ওয়াজ দেয় প্রতিটি ক্ষণে
আল্লাহ দয়াশীল ভুলি কেমনে
আরো কত সময় আছে এই জীবনে’ !


তাওবার দরজা বন্ধ তো হয়নি
কেয়ামতের ঘন্টা এখনও তো বাজেনি
আল্লাহর পরীক্ষা এখনও তো আসেনি
তবে কেনো শুনাও এত সব (ভয়ের) কাহিনী ?


পাক-সাফ হয়ে যাবো , তুমি দেখে নিও
একদিন হয়ে যাবো আল্লাহর প্রিয়
ছুটে যাওয়া নামাজও কাজা পড়ে নিবো
একদিক, একদিন আমিও মাফ পেয়ে যাবো !


আল্লাহকে ভালোবেসে আশা করা পাপ নয়
তাই বলে অবহেলে সময়ের অপচয় ?
কোনো কাজ না করেই অতি আশা করো না
শয়তানের পাল্লায় কেউ যেন পড়ো না ।